ইউজিসির পোস্ট ডক্টরাল ফেলোশিপ পেলেন চবি শিক্ষক ড. নুরুল ইসলাম

চবি প্রতিনিধি | শনিবার , ১২ ডিসেম্বর, ২০২০ at ১১:৩৫ পূর্বাহ্ণ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পোস্ট ডক্টরাল ফেলোশিপ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. নুরুল ইসলাম। গত বৃহস্পতিবার ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে ইউজিসি পোস্ট ডক্টরাল ফেলোশিপ মনোনয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এতে দেশের ১০জন গবেষককে এ ফেলোশিপ দেওয়া হয়েছে। এর মধ্যে চবির এ শিক্ষকও রয়েছেন। প্রফেসর ড. নুরুল ইসলাম আজাদীকে বলেন, আমাকে বিভিন্ন গবেষণা ও প্রকাশিত আর্টিকেলের উপর বিবেচনা করেই এ মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী এক বছর আমরা এ ফেলোশিপের অধীনে গবেষণা করবো। আমার গবেষণার বিষয় হলো ‘আল কোরআনে প্রাচ্যবিদদের ব্যকরণগত ক্রটির দাবি ও এর অপনোদন’।

পূর্ববর্তী নিবন্ধচন্দনাইশে বন্যহাতি সুরক্ষা বিষয়ক আলোচনা
পরবর্তী নিবন্ধপাবনায় আ. লীগ নেতাকে গুলি করে হত্যা