যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া একটি চুক্তির মাধ্যমে নিজেদের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়েছে ইসরায়েল ও মরক্কো। বৃহস্পতিবার এক ঘোষণায় তারা এ কথা জানিয়েছে। এ নিয়ে চার মাসে চতুর্থ আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোষণা দিল। সম্পর্ক স্বাভাবিকে সম্মত হওয়ায় মরক্কো এখন সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও সুদানের মতোই ইসরায়েলের সঙ্গে নানান বিষয়ে দ্বিপাক্ষিক চুক্তির প্রক্রিয়া শুরু করতে পারবে বলে জানিয়েছে বিবিসি। মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব কমাতে ও তেহরানের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন শক্তিশালী ফ্রন্ট গড়ার লক্ষ্যে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য ওয়াশিংটন তাদের কয়েক দশকের পররাষ্ট্রনীতিও বদলে ফেলতে দ্বিধা করছে না। মরক্কোর ক্ষেত্রে তারা পশ্চিম সাহারার উপর দেশটির সার্বভৌমত্বকে স্বীকৃতি দিতে রাজি হয়েছে।












