দীর্ঘ ৭ বছর পর আবারো বাস সার্ভিস সেবার সুযোগ পাচ্ছে বোয়ালখালীবাসী। নামানো হচ্ছে বিআরটিসির আপাতত চারটি বাস। সম্ভাব্যতা যাচাইয়ে সংস্থার কর্মকর্তারা এখানকার সড়ক-উপ সড়কগুলো পরিদর্শন করবেন আজ।
জানা যায়, এক সময় বোয়ালখালীর সড়ক-উপ-সড়কগুলোতে যাত্রীবাহী অর্ধশতাধিক বাস মিনিবাস চলাচল করতো। কালুরঘাট ব্রিজের সীমাহীন যানজট ও অভ্যন্তরীণ সড়কগুলোর দুরবস্থাসহ নানাবিধ কারণে পর্যায়ক্রমে আস্তে-আস্তে কোথায় উধাও হয়ে যায় এসব বাসগুলো। ২/১ টা যাও অবশিষ্ট ছিল ২০১৩ সালে এসে তাও একেবারে বন্ধ হয়ে যায় ১৯৭৯ সালে চালু হওয়া জনগুরুত্বপূর্ণ এ লাইনের বাস সার্ভিসটি। এ সুযোগে সড়কে নামে দেশীয় তৈরি সিএনজি চালিত টুকটুকি আর অটো রিকশাগুলো। এখন এখানকার প্রায় ৪ লক্ষাধিক জনগণের যাতায়াতের জন্য এসব যানবাহনগুলো অন্যতম ভরসা। বিআরটিসির লোকজনের পরিদর্শনের পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন।