ঘন কুয়াশায় জেটিতে জাহাজ আনা নেওয়া বিঘ্নিত

আজাদী প্রতিবেদন | শনিবার , ১২ ডিসেম্বর, ২০২০ at ৬:০২ পূর্বাহ্ণ

কুয়াশার কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে জেটিতে জাহাজ আনা নেওয়া কাজে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। গত কয়েকদিন যাবত ভোরের দিকে ঘন কুয়াশার কারণে নদীর আশপাশ দেখা যাচ্ছিল না। আবার দুপুরে কর্ণফুলী নদীতে জোয়ার থাকে না। তাই বাধ্য হয়ে যে কোনো ধরনের অনাকাঙ্খিত দুর্ঘটনা এড়ানোর জন্য জাহাজ আনা নেয়া বন্ধ রাখা হচ্ছে বলে জানান বন্দরের একজন দায়িত্বশীল কর্মকর্তা।
চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, ভোরের দিকে নদীতে জোয়ার আসে। সেই সময় ঘন কুয়াশার কারণে তিনটি জাহাজ জেটিতে ভিড়তে পারেনি। দুপুরে আবার জোয়ার থাকে না। তবে বিকেলে জোয়ার এলে দুটো জাহাজ আসে। জানতে চাইলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম দৈনিক আজাদীকে বলেন, জাহাজ আনা নেয়ায় বড় কোনো অসুবিধা হয়নি। শীত মৌসুমে এটি হয়ে থাকে।
বাংলাদেশ শিপিং এজেন্ট এসোশিয়েশনের পরিচালক শাহেদ সরোয়ার দৈনিক আজাদীকে বলেন, গত কয়েকদিন ধরে ঘন কুয়াশার কারণে বন্দরে জাহাজ আসা যাওয়ায় একটি বিঘ্ন ঘটছে। যে জাহাজ একদিন আগে আসার কথা, সেটি একদিন পরে আসছে। এটি সম্পূর্ণ প্রাকৃতিক কারণেই হচ্ছে। দুর্ঘটনার আশঙ্কায় পাইলটরা বাধ্য হয়ে জাহাজ চালানো বন্ধ রাখেন। কারণ ভোরের দিকে নদীতে ঘন কুয়াশার সামনের এক মিটার পথও দেখা যায় না।
উল্লেখ্য, বিদেশ থেকে পণ্য নিয়ে জাহাজ প্রথমে বন্দরের বহির্নোঙরে আসে। এরপর জেটি খালি থাকা সাপেক্ষে জাহাজগুলো বন্দরের মূল জেটিতে আনা হয় জোয়ারের সময়। বহির্নোঙর থেকে মূল জেটিতে আনা-নেওয়ার সময় জাহাজ পরিচালনা করেন বন্দরের নিজস্ব পাইলটরা। এ সময় সহায়তা নেওয়া হয় শক্তিশালী টাগবোটেরও।

পূর্ববর্তী নিবন্ধঅনলাইনে আবেদন শুরু ১৫ ডিসেম্বর
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরো দুজনের মৃত্যু নতুন শনাক্ত ১৭৯