অত্যাধুনিক সেবা-মানসম্পন্ন সিটি ব্যবস্থা গড়তে চাই

মতবিনিময় সভায় রেজাউল করিম

| শুক্রবার , ১১ ডিসেম্বর, ২০২০ at ৬:০৮ পূর্বাহ্ণ

নগরীর ৮ নম্বর শুলকবহর ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ওয়ার্ডের ভোটকেন্দ্র পরিচালনা কমিটি নেতৃবৃন্দের সাথে চসিক মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরীর সমর্থনে মতবিনিময় সভা গতকাল মুরাদপুরে অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেয়র পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
তিনি বলেন, চট্টগ্রামের মানুষ দীর্ঘদিন উন্নয়ন বঞ্চিত ছিল। চট্টলবাসীর অকুন্ঠ সমর্থন ও ভোটে মেয়র নির্বাচিত হয়ে প্রয়াত জননেতা এ বি এম মহিউদ্দিন অচলায়তন ভেঙে চট্টগ্রামের উন্নয়নে নবদিগন্তের দ্বার উম্মোচন করেন। আজকে আমাদের জন্য সৌভাগ্যের বিষয় হল উন্নয়নের ম্যাজিক ম্যান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, চট্টগ্রামের প্রতি যার রয়েছে অশেষ আন্তরিকতা। তিনি চট্টগ্রামকে বিশ্বমানের একটি বাণিজ্যিক মেগাসিটি হিসেবে গড়ে তুলতে চান। নগরীর বাসিন্দাদের সেবার জন্য তিনি আমাকে মেয়র হিসেবে মনোনয়ন দিয়েছেন। এ মনোনয়ন যদি চট্টগ্রামবাসী তাদের ভোটের মাধ্যমে চূড়ান্ত করেন, সেবক হিসেবে আমি চট্টগ্রামকে নিয়ে প্রধানমন্ত্রীর সুদূর প্রসারী চিন্তা ও আন্তরিকতাকে কাজে লাগিয়ে অত্যাধুনিক সেবা মানসম্পন্ন সিটি ব্যবস্থা গড়তে চাই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিএমপিকে ২৫ হাজার মাস্ক দিল কানেক্ট দ্য ডটস
পরবর্তী নিবন্ধবাণীগ্রাম মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের সভা