মাস্ক ছাড়া বিয়ে-মেজবানে যাওয়া যাবে না

আজ থেকে কমিউনিটি সেন্টারে চেকপোস্ট

| শুক্রবার , ১১ ডিসেম্বর, ২০২০ at ৫:৫২ পূর্বাহ্ণ

করোনা মোকাবেলায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের খোরশেদ আলম সুজন আজ শুক্রবার সকাল থেকে নগরীর বিনোদন কেন্দ্র, কমিউনিটি সেন্টারে, সামাজিক অনুষ্ঠান, বিয়ে-শাদী, মেজবান, আঁকিকার অনুষ্ঠানে হানা দিবেন। মাস্ক পরিধান না করলে কোন অনুষ্ঠানে ঢুকতে দেয়া হবে না। পর্যায়ক্রমে মাস্ক পরিধান নিশ্চিত করতে জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জেল-জরিমানার মতো কঠোর অবস্থানের পদক্ষেপও নিতে যাচ্ছেন প্রশাসক।
তিনি গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর পাঁচ স্পটে সরেজমিন পরিদর্শন করে মানুষের মাস্ক পরিধান বৃদ্ধি পাওয়া দেখে সন্তোষ প্রকাশ করেছেন। প্রশাসক খোরশেদ আলম সুজন বলেন, নগরীর নগরীর পাঁচ স্পট শাহ আমানত সেতু এলাকা, সিমেন্ট ক্রসিং মোড়, অঙিজেন মোড়, সিটি গেইট এলাকা, কাপ্তাই রাস্তার মাথা এলাকার স্পট আমি পরিদর্শন করে দেখলাম। গুটিকয়েক মানুষজন ছাড়া প্রায় সব মানুষই মাস্ক পরিধান করেছেন, এটা শুভ লক্ষণ। আমাদের উদ্যোগের কারণে মানুষের মাঝে সচেতনতা বাড়ছে। প্রশাসক মাস্ক পরিধানে প্রচার-প্রচারণার কাজে কর্পোরেশনকে সহযোগীতা করায় রেডক্রিসেন্ট ও বিএনসিসি কর্মীদের ধন্যবাদ জানান। প্রশাসক বিয়ে, মেজবান, আঁকিকার মতো সামাজিক অনুষ্ঠানাদিতে জনসমাগম না করে মাস্ক পরিধান করে লৌকিকতা এড়িয়ে সীমিত পরিসরে আয়োজনের আহ্বান জানান। তিনি বলেন, মনে রাখতে হবে সব কিছুর আগে হলো জীবন। জীবনের চেয়ে মূলবান কিছু নেই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি
পরবর্তী নিবন্ধশখের ক্ষেত নষ্ট করলো দুর্বৃত্ত : ‘ক্ষোভ যন্ত্রণায়’ কৃষকের মৃত্যু