চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশন আয়োজিত মুজিববর্ষ বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ফেনীর মুখোমুখি হবে কক্সবাজার। আগামীকাল ১১ ডিসেম্বর শুক্রবার বিকাল ৫টায় এ দু’দল ফাইনালে পরস্পরের মোকাবেলা করবে। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের চট্টগ্রাম ভেন্যুর দ্বিতীয় সেমিফাইনাল খেলায় কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশন ৪-০ গোলে চাঁদপুর জেলা ফুটবল এসোসিয়েশনকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে বিজয়ী দল ১-০ গোলে এগিয়েছিল। গতকাল কক্সবাজার-চাঁদপুর সমানতালে খেলা শুরু করলেও সময় যত গড়াচ্ছিল কক্সবাজার ততই আক্রমণাত্মক খেলা উপহার দিচ্ছিল। একের পর এক আক্রমনে দিশেহারা করে দেয় তারা চাঁদপুর রক্ষণভাগকে। খেলার ৮ মিনিটেই আক্রমণে যায় কক্সবাজার। দলের জাহাঙ্গীরের শট চাঁদপুর কিপার ধরে নেয়। তবে ২৮ মিনিটে এগিয়ে যায় তারা। বামপ্রান্ত দিয়ে আক্রমণে উঠে কক্সবাজার। শেখ আহমদ থেকে বল পেয়ে জাহাঙ্গীর হেডে বল বাড়ান সাগরের কাছে। ফাঁকায় থাকা সাগর বাম পায়ের নিপুন শটে লক্ষ্যভেদ করেন (১-০)। কক্সবাজার এগিয়ে যায়। এ গোলের পরও বেশ কয়েকটি আক্রমণ পরিচালনা করে কক্সবাজার। তা থেকে গোল পাওয়া হয়নি তাদের। ওদিকে চাঁদপুরও মাঝে মাঝে আক্রমণে উঠার চেষ্টা করতে থাকে। কিন্তু তা ফলদায়ক হয়নি। এক গোলের লিড নিয়ে দ্বিতীয়ার্ধে খেলতে নামে কক্সবাজার। দ্বিতীয়ার্ধে তাদের আক্রমণের ধার আরো বেড়ে যায়। এ অর্ধের ১০ মিনিটে চাঁদপুরের ডিফেন্সের ভুলে দ্বিতীয় গোল পায় কক্সবাজার। সাকিবের ফ্রি কিক থেকে আবদুল্লাহ আল কাসেম বল পেয়ে দেন জাহাঙ্গীরকে। জাহাঙ্গীর চাঁদপুরের ডিফেন্সের ভুল কাজে লাগিয়ে বল জালে জড়িয়ে দেন (২-০)। এ গোলের পর কক্সবাজার একচেটিয়া খেলতে থাকে। ২৭ মিনিটে তাদের রানার শট বাইরে যায়। ৩০ মিনিটে শেখ আহমদের বামপায়ের শট সাইডবারে লেগে ফেরত আসে। ৩৩ মিনিটে শাওনের শট চাঁদপুর কিপার প্রতিহত করেন। পরে ডিফেন্স তা ক্লিয়ার করে। ৩৭ মিনিটে আর ঠেকানো যায়নি কক্সবাজারকে। শেখ আহমদের পাস থেকে আবদুল্লাহ আল কাসেম গোল করেন (৩-০)। এ সময় একের পর এক আক্রমণ করে চাঁদপুর রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তোলে কক্সবাজার। ৪১ মিনিটে সাগরের শট ঠেকিয়ে দেন চাঁদপুরের গোলকিপার সায়েফ। পরের মিনিটেই আবারো গোল পায় কক্সবাজার। সাগরের পাস থেকে জাহাঙ্গীর দারুন শটে ব্যবধান বাড়ান (৪-০)। এই চার গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে কক্সবাজার। গতকালের সেমিফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের মো. জাহাঙ্গীর আলম। তিনি দুটি গোল করেন। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল আই এর ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ।