ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিস আয়োজিত লোহাগড়া উপজেলার অনূর্ধ্ব-১৬ বালকদের মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ গতকাল শেষ হয়। শাহ্পীর পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও টি -শার্ট বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবিব জিতু। জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শাহ্পীর পাইলট উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন প্রধান শিক্ষক যথাক্রমে মোহাম্মদ আবু বকর ও সুজিত পাল। গোলাম বাড়ি উচ্চ বিদ্যালয়েরর প্রধান শিক্ষক শামসুল আলম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস কে শামসুল আলম সহ অংশগ্রহণকারী বিদ্যালয়সমূহের শিক্ষকবৃন্দ। প্রশিক্ষণে বিভিন্ন বিদ্যালয় থেকে ৩০ জন ছাত্র অংশ নেয়। প্রশিক্ষণ প্রদান করবেন শারীরিক শিক্ষা শিক্ষক আলমগীর ও খোকন।