আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকার মেয়র প্রার্থী ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম রেজাউল করিম চৌধুরীর বিজয়ের লক্ষ্যে ১২ নং সরাইপাড়া ওয়ার্ড আ.যুবলীগের উদ্যেগে বার কোয়াটার ডিটি রোড লেক এভিনিউ হাউজিং সোসাইটি মাঠ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক আলমগীর আলমের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা নিজামুল হক নিজামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চু। প্রধান বক্তা ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক লায়ন এম শওকত আলী।
বক্তব্য রাখেন আকবর হোসেন, বেলায়েত হোসেন বেলাল, একরাম হোসেন, আবু সাঈদ জন, হেলাল উদ্দীন, অধ্যাপক কাজী মুজিবুর রহমান, নরুল আনোয়ার, শহীদুল ইসলাম শামীম, সালেহ আহমেদ দিঘল, আব্দুর রাজ্জাক দুলাল, আসহাব রসুল জাহেদ, জাবেদ খান, আলমগীর আলম, আজিজ উদ্দিন চৌধুরী, ওয়ার্ড যুবলীগ নেতা সাইফুল ইসলাম, মো. রুবেল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।