সীতাকুণ্ডে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে তাজুল ইসলাম (৬০) নামে এক বৃদ্ধকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, গতকাল বুধবার সীতাকুণ্ড মডেল থানায় এ বিষয়ে একটি মামলা হয়। আটক তাজুল ইসলাম উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের দক্ষিণ ফেদাইনগরের বাসিন্দা।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার কুমিরা এলাকার স্বামী পরিত্যক্তা এক নারীর সঙ্গে মোবাইলে প্রেম হয় তাজুলের। গত মঙ্গলবার রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীকে জোর করে ধর্ষণ করেন তিনি। বিষয়টি পুলিশকে জানালে তাকে আটক করে থানায় নেয়া হয়। সীতাকুণ্ড মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সুমন বণিক বলেন, আজ বৃহস্পতিবার আটককৃতকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।