সাধারণের মাঝেই কখনো অসাধারণ কেউ কেউ লুকিয়ে থাকেন নীরবে। ওনারা আত্মপ্রকাশ করেন না সহজে। আল্লাহ রাব্বুল আলামীনের প্রেমে মশগুল প্রচারবিমুখ তেমনই এক বিদগ্ধ আলেম, একজন শিক্ষক, একজন ইমামের কথা বলবো আজ। যেদিন থেকে মাওলানা মুহাম্মদ আবুল কাসেম (র.) সম্পর্কে জেনেছি,তাঁর এই কৃতিত্ব প্রকাশ করার তাগিদ অনুভব করেছি ভেতর থেকে, ওনার সম্পর্কে কিছু লিখে তার কিছুটা হলেও সেই তৃষ্ণা মিটিয়েছি। চট্টগ্রাম জেলার আনোয়ারা থানার অন্তর্গত খুরুস্কুল গ্রামের ঐতিহ্যবাহী ‘ বাদশা মিয়া চৌধুরী’ বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৪৩ সালের ৩১ শে ডিসেম্বর জন্মগ্রহণ করেন মাওলানা মুহাম্মদ আবুল কাসেম ( রহ.)। তাঁর পিতার নাম মুহাম্মদ খলিলুর রহমান। গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে তাঁর লেখাপড়ার হাতেখড়ি হলে ও পরবর্তীতে তিনি একনিষ্ঠ দৃঢ়তায় চট্টগ্রাম ছোবহানিয়া আলীয়া মাদ্রাসায় ভর্তি হয়ে কামিল ( এম. এ) পাস করেন এবং ঐ একই মাদ্রাসায় ১৯৬৭ খ্রীস্টাব্দে প্রভাষক পদে যোগদান করেন ইন্তিকালের আগমুহূর্ত পর্যন্ত নিজেকে দ্বীনি সেবায় নিয়োজিত রাখেন। তাছাড়া তিনি খাতুনগঞ্জ হামিদউল্লাহ খান জামে মসজিদ, কোরবানিগঞ্জ জামে মসজিদ, চাউলপট্টি সোবহান সওদাগর জামে মসজিদে আমৃত্যু ইমামতির দায়িত্ব পালন করেন। সুমধুর কণ্ঠে সুললিত তেলাওয়াতের জন্য প্রসিদ্ধ মাওলানা মুহাম্মদ আবুল কাসেমের ইমামতিতে দূর দূরান্ত হতে প্রচুর মুসল্লী সমাগম হতো। ক্ষণজন্মা এই অনন্য বুজর্গ আলেমের প্রয়াণদিনে তাঁর প্রতি হৃদয়ের অপরিসীম শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করছি, মহান রাব্বুল আলামিন যেন তাঁকে ভুল- ত্রুটি ক্ষমা করে জান্নাতের সুন্দরতম স্থানে ঠাঁই দেন, আমীন।