রাজধানী ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের খোঁড়াখুঁড়ির সময় পাওয়া গেছে সিলিন্ডার আকৃতির বিশাল একটি গোলা। ধারণা করা হচ্ছে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার।
আজ বুধবার (৯ ডিসেম্বর) সকালে তৃতীয় টার্মিনালের পাইলিংয়ের কাজ করতে গেলে শেলটির সন্ধান মেলে। বিডিনিউজ
বিমানবন্দরের পরিচালক তৌহিল উল আহসান বলেন, “পাইলিংয়ের সময় ১৫ ফুট মাটির নিচে থেকে প্রায় আড়াইশ’ কেজি ওজনের বোমাটি উঠে আসে। বিমানবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা এসে দুপুরের মধ্যে এটি নিষ্ক্রিয় করে।”
এটি পরীক্ষা করে দেখতে বিমানবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা তাদের ময়মনসিংহের রসুলপুর ঘাঁটির ফায়ারিং রেঞ্জে নিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী বলেন, “ধারণা করা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে সেল ব্যবহার করা হয়েছিল, এটি সেই শেলগুলোর একটি।”