সাইকেল ফিরিয়ে দেয়ার কথা বলে সাবেক সহকর্মী পোশাক শ্রমিককে আটকে মুক্তিপণ দাবির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে নগরীর চকবাজার ডিসি রোডের বদি আলমের খামার বাড়ি এলাকা থেকে অভিযুক্ত মো. লিটনকে (২৬) গ্রেপ্তার করা হয়। লিটনের বাড়ি কুমিল্লার লাঙ্গলকোটে হলেও থাকেন বগারবিল শান্তিনগর এলাকায়। ২০১৩ সালে নগরীর চকবাজারে ১০ টাকার জন্য এক যুবককে খুনের মামলার আসামি লিটন। কয়েক বছর কারাগারে থেকে তিনি জামিনে ছাড়া পেয়েছেন বলে পুলিশ জানিয়েছে। বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন আজাদীকে জানান, পোশাক কারখানায় চাকরির সুবাদে গ্রেপ্তার লিটনের সাথে অপহৃত কৃষ্ণ সরকার নামে এক যুবকের পরিচয় হয়। কারখানা থেকে চাকরিচ্যুত হওয়ায় গত ৩০ নভেম্বর কৃষ্ণ সরকার তার গ্রামের বাড়ি বাঁশখালী চলে যাচ্ছিল। এ সময় সাবেক সহকর্মী লিটন পরদিন ফেরত দেওয়ার কথা বলে লিটনকে সাইকেলটি রেখে যেতে বলেন। রেখে যাওয়া সাইকেলটি কৃষ্ণ পরদিন লিটনকে ফোন করে ফেরত দিতে বললে তিনি ৭ ডিসেম্বর ফিরিয়ে দিতে চেয়ে আরও কিছু দিন রেখে দেন। লিটনের কথা মতো গত সোমবার কৃষ্ণ বাঁশখালী থেকে তার সাইকেল ফেরত নিতে বাকলিয়া এক্সেস রোডে আসেন। এ সময় লিটন তাকে কৌশলে চকবাজার ডিসি রোডের বদি আলমের খামার বাড়ির পুকুর পাড়ে নিয়ে আটকে রেখে মারধর করেন এবং ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। বিষয়টি কৃষ্ণ তার বড় বোনকে জানালে তিনি বিকাশে দুই হাজার টাকা পাঠান। আরও টাকার জন্য লিটন তার বোনকে ফোন করে এবং কৃষ্ণকে মারধর করলে বাকলিয়া থানা পুলিশকে জানায় তার পরিবার। পরে কৃষ্ণের বোনের মাধ্যমে পুলিশ কৌশলে লিটনের সঙ্গে যোগাযোগ করে অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালায় এবং লিটনকে গ্রেপ্তার করে। এসময় লিটনের দুই সহযোগী পালিয়ে যায়। পরে পুলিশ লিটনের কাছ থেকে সাইকেলটিও উদ্ধার করে।