লোহাগাড়ায় ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই ও ভাবি আহত

জায়গা-জমি নিয়ে বিরোধ

আজাদী প্রতিবেদন | বুধবার , ৯ ডিসেম্বর, ২০২০ at ১১:০৯ পূর্বাহ্ণ

লোহাগাড়ার পুটিবিলায় জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে ছোট ভাই আবদুল আজিজের (৪৯) আঘাতে বড় ভাই আবদুল হামিদ (৫২) ও ভাবি দিলুয়ারা বেগম (৪০) আহত হয়েছেন। গত সোমবার দুপুরে ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গৌড়স্থান চৌধুরি পাড়ায় এই ঘটনা ঘটে। তারা ওই এলাকার মৃত আবদুল মজিদের ছেলে। আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত হামিদের ছেলে মো. হারুনুর রশিদ জানান, তার বাবা ও চাচার মধ্যে জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। ঘটনারদিন চাচা আবদুল আজিজের নেতৃত্বে স্ত্রী ও ছেলে-মেয়েরা তার বাবার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তাদের দা’র কোপে তার বাবার ৪টি দাঁত পড়ে যায় এবং বাম পা ও হাতে মারাত্মক জখম হয়। এছাড়া তার বাবাকে রক্ষা করতে গিয়ে তার মা এগিয়ে এলে ঘুষির আঘাতে তার একটি দাঁত পড়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকজনক অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসা শেষে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান তিনি। এদিকে অভিযুক্ত আবদুল আজিজ জানান, ঘটনার দিন তিনি খড়ের স্তূপের কাজ করছিলেন। এসময় তার বড় ভাই আবদুল হামিদ তাকে গালিগলাজ করতে করতে মারতে আসেন। এতে তিনি গাছের গুড়ির সাথে আঘাত পান, তাকে কেউ আক্রমণ করেনি। লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধনজির আহমদ কালু
পরবর্তী নিবন্ধপাইন্দং উচ্চ বিদ্যালয়ে ভবন উদ্বোধন