অনেক রেকর্ডের ম্যাচে দুর্দান্ত এক জয় পেল তামিম ইকবালের বরিশাল। দুটি সেঞ্চুরি, একটি হ্যাটট্রিক, দুইশর বেশি রান টপকে জয় আর একের পর এক রেকর্ড ভাঙ্গার প্রতিযোগিতা সব মিলিয়ে দুর্দান্ত এক জয় পেয়েছে বরিশাল। গতকাল দুইশ রান টপকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে রাজশাহীকে হারিয়েছে বরিশাল। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত সেঞ্চুরিতে ২২০ রান করেছিল রাজশাহী। কিন্তু পারভেজ ইমনের টর্নেডো সেঞ্চুরির উপর ভর করে সে রান টপকে দুর্দান্ত এক জয় পায় বরিশাল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের সদস্য ইমন ৪২ বলে করলেন সেঞ্চুরি। যা টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের কোন ব্যাটসম্যানের দ্রুততম সেঞ্চুরি। অবশ্য তার আগের ইনিংসে রা্জশাহীর অধিনায়ক শান্ত ৫২ বলে কেরন সেঞ্চুরি। আর সে ইনিংসে বরিশালের পেসার কামরুল ইসলাম রাব্বি হ্যাটট্রিক সহ এক ওভারে নিয়েছেন ৪ উইকেট। তবে শেষ পর্যন্ত স্বস্তির জয় তামিমের দলের। প্রথমে ব্যাট করতে নামা রাজশাহী দারুণ শুরু করেছিলেন আনিসুল এবং শান্তর ব্যাটে। এ দুজন ১৩১ রান তুলে নেন উদ্বোধনী জুটিতে। ৩৯ বলে ৬৯ রান করা আনিসুল ফেরার পর ঝড় তুলতে থাকেন শান্ত। মুলত তারই ঝড়ে ২২০ রান করে রাজশাহী। ৩২ বলে পঞ্চাশ স্পর্শ করা শান্ত তিন অঙ্কে পা রাখেন ৫২ বলে। ৪ চার ও ১১ ছক্কায় ১০৯ করে আউট হন ইনিংসের শেষ ওভারে। টি-টোয়েন্টিতে এক ইনিংসে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে এখন তামিমের সঙ্গী শান্ত। ২০১৯ বিপিএলের ফাইনালে ১৪৫ রানের ইনিংসের পথে ১১ ছক্কা মেরেছিলেন তামিম। জবাবে ব্যাট করতে নামা বরিশাল সাইফকে হারায় শুরুতেই। তবে এরপর শুরু হয় তামিম এবং ইমনের তান্ডব। এ দুজন যোগ করেন ১১৭ রান। ৩৭ বলে ৫৩ রান করে তামিম ফিরলেও তান্ডব থামেনি ইমনের। আফিফ হোসেনকে নিয়ে বাকি কাজটা সারেন এই ব্যাটসম্যান। ১১ বল বাকি থাকতে চার মেরে দলের জয় তুলে নেওয়ার পাশাপাশি সেঞ্চুরিও পুরণ করেন ইমন। ৪২ বলে ৯টি চার এবং ৭টি ছক্কার সাহায্যে ১০০ রানে অপরাজিত ছিলেন ইমন। আর আফিফ অপরাজিত ছিলেন ২৬ রানে।