জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে নগরীর নিউমার্কেট চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডার্স ফোরাম। গতকাল মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যে হাত দেয়া মানে বাংলাদেশের অস্তিত্বে আঘাত করা। এ সময় মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার পাশাপাশি উস্কানিদাতাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী। প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মহানগর কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী বাবুল।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, বাদশা মিয়া ও নুরুল আমিন, আবু বক্কর সিদ্দিকী, ফোরকান উদ্দিন আহমেদ, সেলিম চৌধুরী, আবদুল মালেক খান, সাহেদ মুরাদ সাকু, জসীম উদ্দিন, সাইফুন্নাহার খুশী, পলাশ বড়ুয়া, হাজী সেলিম রহমান, জাহাঙ্গীর আলম, নুরুল হুদা চৌধুরী, নাজিম উদ্দিন, পংকজ রায়, মঈনুল আলম খান, মোজাম্মেল হক মানিক, আরিফ মঈনুদ্দিন, সনাতন চক্রবর্তী বিজয়, কামাল উদ্দীন, রিক্তা বড়ুয়া, রওশন আরা বেগম, ফারজানা মিলা প্রমুখ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে দোস্ত বিল্ডিং চত্বরে গিয়ে শেষ হয়।
বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট : এঙেস রোড ব্যাপারী পাড়া মোড়ে গতকাল পথসভার আয়োজন করে বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট চট্টগ্রাম, মুক্তিযোদ্ধা সংসদ মহানগর ইউনিট কমান্ড, গণঅধিকার চর্চা কেন্দ্র চট্টগ্রাম, বঙ্গবন্ধু ফাউন্ডেশন চট্টগ্রামসহ বেশ কয়েকটি সংগঠন। সভায় সভাপতিত্ব করেন মশিউর রহমান খান। সঞ্চালনায় ছিলেন জয়নুদ্দিন জয়। বক্তব্য দেন ডা. মাহফুজুর রহমান, ভাষ্কর চৌধুরী, রুবা আহসান, সরওয়ার আলম মনি, ডা. আর কে রুবেল, কাজী রাজেশ ইমরান, রিপন চৌধুরী, বেলাল হোসেন, মুক্তা জামান প্রমুখ।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পাঁচলাইশ : নগরীর অঙিজেন মোড়ের বঙ্গবন্ধু চত্বরে গতকাল বিকেলে বিক্ষোভ সমাবেশ করে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, পাঁচলাইশ থানা কমিটি। এতে সভাপতিত্ব করেন থানা কমিটির আহ্বায়ক মো. আরমান উদ্দিন। সঞ্চালনায় ছিলেন মো. ইসমাইল রুবেল। প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ, মহানগর ইউনিট কমান্ডার মোজাফফর আহমদ। তিনি বলেন, এই আঘাত বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর নয়, বাংলাদেশের ওপর। রক্তের বিনিময়ে হলেও মৌলবাদীদের প্রতিরোধ করা হবে। সভায় প্রধান বক্তা ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য মো. সরওয়ার আলম চৌধুরী মনি।
বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদের পাঁচলাইশ থানা কমান্ডার আহমেদ হোসেন, পাহাড়তলী থানা কমান্ডার হাজী জাফর আহমেদ, চান্দগাঁও থানা কমান্ডার কুতুব উদ্দিন চৌধুরী, সাবেক কাউন্সিলর মো. ইয়াকুব, কাউন্সিলর পদপ্রার্থী হাজী ইব্রাহিম, জহুর আহমেদ চৌধুরী ফাউন্ডেশনের পরিচালক শরফুদ্দিন আহমেদ চৌধুরী রাজু, কাজী মুহাম্মদ রাজিশ ইমরান, কামরুল হুদা পাভেল, রিপন চৌধুরী, আবদুল কাদের সবুজ, আরাফাতুল মান্নান প্রমুখ।
দক্ষিণ জেলা শ্রমিকলীগ : গতকাল সকাল ১০টায় কর্ণফুলীর মইজ্জ্যারটেকে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক লীগ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি মুহাম্মদ ইয়াছিন। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। তিনি বলেন, বঙ্গবন্ধু বাঙালি ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। ভাস্কর্য ভাঙচুর করে তার নাম মুছে ফেলা যাবে না। সভায় প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ইসলাম আহমেদ। বক্তব্য দেন সাইদুল ইসলাম টুটুল, জালাল উদ্দীন বাপ্পি, সাহাব উদ্দিন সিহাব, ইমরান পাটোয়ারী, মুহাম্মদ ইমরান, জাফর আহমেদ আরিফ, ইরফানুল করিম, আলাউদ্দিন আহাদ প্রমুখ।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম : গতকাল বিকেলে জেলা শিল্পকলা একাডেমির সামনে মানববন্ধন করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন, বাংলার মুখ, গ্রুপ থিয়েটার ফোরাম, আবৃত্তি জোট, নজরুল শিল্পী সংস্থা, নৃত্যশিল্পী সংস্থা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চাঁন্দগাও, আকবরশাহ্ ও বায়েজিদ থানা। এতে সভাপতিত্ব করেন আমিনুল হক বাবু। সঞ্চালনায় ছিলেন নাট্যজন সাইফুল আলম বাবু। বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জয়ন্তী লালা, হাবিবুর রহমান, সাবেক সাংসদ সাবিহা মুসা, রেখা আলম চৌধুরী, সাইফুদ্দিন খালেদ, হাসান মুরাদ বিপ্লব, অ্যাডভোকেট রেহানা বেগম রানু, আব্দুল মান্নান ফেরদৌস, সঞ্জীব বড়ুয়া, উম্মে হাবিবা আখি, কল্পনা লালা প্রমুখ।
ছাত্র ও যুব ঐক্য পরিষদ : গতকাল নগরীর জিইসি মোড়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ছাত্র ও যুব এক্য পরিষদ। নগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিমের নির্দেশনায় সমাবেশে বক্তব্য দেন মেজবাহ উদ্দিন মোর্শেদ, মোসলেহ উদ্দিন শিবলী, কফিল উদ্দিন, রফিকুল ইসলাম, আলী রেজা পিন্টু, আবু সাঈদ সুমন, সাজ্জাদ হোসাইন, এসইউ জোবায়ের, ফারুক আহমেদ পাভেল, একরামুল হক রাসেল, অমিতাভ চৌধুরী বাবু, কবির আহমদ, আবুল মনছুর টিটু, তুষার ধর, সাব্বির সাকির, কামরুল হুদা পাভেল প্রমুখ।
হৃদয়ে বাংলাদেশ চেতনায় মুক্তিযুদ্ধ : বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরুদ্ধে জুনায়েদ বাবুনগরী ও মামুনুল হকের বক্তব্যের নিন্দা জানিয়েছে সামাজিক সংগঠন হৃদয়ে বাংলাদেশ চেতনায় মুক্তিযুদ্ধ। এক বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধুর আমরণ সংগ্রামের ফসল এই বাংলাদেশ। বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপিত হবেই, কারো শক্তি নেই তা বন্ধ করার। বিবৃতিদাতারা হলেন বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন চৌধুরী, এসএম মাহবুব-উল আলম, পংকজ কুমার দস্তিদার, ভানুরঞ্জন চক্রবর্তী, কিরণ লাল আচার্য, সুশীল বিকাশ নাথ, গোলাম সরওয়ার মজনু, মোহাম্মদ হারুন, ইসমাইল মিয়া শাহ, দীপংকর চৌধুরী কাজল, মো. শরীয়ত উল্লাহ, আবদুর রহমান সিকদার, টিটু শীল, ফরহাদ আলী, কিশোর রায় ও মাধব ধর।
বান্দরবান পৌর আওয়ামী লীগ : বান্দরবান প্রতিনিধি জানান, গতকাল বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অমল কান্তি দাস। বক্তব্য দেন লক্ষীপদ দাস, পৌর কাউন্সিলর অজিত দাস, হাবিবুর রহমান খোকন, সৌরভ দাস শেখর, সংগঠনের সাধারণ সম্পাদক সামশুল ইসলাম, ওমর ফারুক, সুজন চৌধুরী সঞ্জয় প্রমুখ।
ঘাতক দালাল নির্মূল কমিটি : রাঙামাটি প্রতিনিধি জানান, ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে গতকাল সকালে মানববন্ধন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি সুনীল কান্তি দে। বক্তব্য দেন নারীনেত্রী টুকু তালুকদার, অমলেন্দু হাওলাদার, রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম শামসুল আলম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা ও স্নেহাশীষ বড়ুয়া।











