মাঝিরঘাট থেকে জব্দ তিন টন চোরাই পেঁয়াজ নিলামে বিক্রি

আজাদী প্রতিবেদন | বুধবার , ৯ ডিসেম্বর, ২০২০ at ১০:১৯ পূর্বাহ্ণ

নগরীর সদরঘাট থানাধীন মাঝিরঘাট এলাকা থেকে জব্দ তিনটন চোরাই পেঁয়াজ আদালতের নির্দেশে নিলামে বিক্রি করেছে নগর গোয়েন্দা পুলিশ।
গতকাল সকালে মনসুরাবাদে সংস্থাটির কার্যালয়ে অনুষ্ঠিত উন্মুক্ত নিলামে প্রতি কেজি পেঁয়াজের সর্বোচ্চ দর উঠে ৩৮ টাকা। এসময় সর্বোচ্চ দর হাঁকিয়ে এসব পেঁয়াজ কিনে নেন খাতুনগঞ্জের ব্যবসায়ী সাব্বির হোসেন। প্রতি কেজি ৩৮ টাকা হিসেবে তিনটন পেঁয়াজের দাম আসে ১ লাখ ১৪ হাজার টাকা।
নগর গোয়েন্দা পুলিশের (বন্দর বিভাগ) অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, বিদেশ থেকে আমদানি করা তিনটন পেঁয়াজ গত ৫ ডিসেম্বর চুরি করে অন্য জায়গায় সরিয়ে নেয়ার সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে আমরা আদালতের দ্বারস্থ হলে এসব পেঁয়াজ আদালত উন্মুক্ত নিলামে বিক্রির নির্দেশ দেন। পেঁয়াজ বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচেরাগি মোড়ের ভাসমান দোকান সরানো হল
পরবর্তী নিবন্ধএবার সুপারির ভেতর ইয়াবা