রাজনৈতিক সংকট উত্তরণে ভাসানীর জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিতে হবে

আলোচনা সভায় বক্তাদের অভিমত

| মঙ্গলবার , ৮ ডিসেম্বর, ২০২০ at ১১:১৮ পূর্বাহ্ণ

স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খানা ভাসানীর ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বিকাল ৪টায় ভাসানী অডিটোরিয়ামে ভাসানী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ‘বিদ্যমান সংকট উত্তরণ ও মওলানা ভাসানীর জীবন সংগ্রাম’ শীর্ষক আলোচনা সভা সংগঠনের সভাপতি ছিদ্দিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা আবদুল গফ্‌ফার খান। সভার প্রারম্ভে স্বরচিত কবিতা আবৃত্তি করেন প্রকৌশলী সঞ্জয় দাশ। সভায় প্রধান আলোচক ছিলেন, চট্টগ্রাম বারের সাবেক সভাপতি এডভোকেট সালাউদ্দিন হায়দার সিদ্দিকী। বিশেষ আলোচক ছিলেন, এডভোকেট কফিল উদ্দিন আহমদ চৌধুরী, এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, স্বপন সেন, হাসান মারুফ রুমী, অধ্যাপক শিব প্রসাদ, কমরেড রাজা মিয়া, মওলানা ভাসানী ফাউন্ডেশনের পক্ষ থেকে অধ্যাপক সামসাদ ছাত্তার, মাষ্টার মোফাজ্জল হায়দার প্রমুখ। প্রধান আলোচক বলেন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে আমাদের মওলানা ভাসানীর জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিতে হবে।

পূর্ববর্তী নিবন্ধহযরত আব্দুল্লাহ (রা.) জামে মসজিদ উদ্বোধন
পরবর্তী নিবন্ধআওয়াজ ৭১ এর শীতবস্ত্র বিতরণ