৫ হাজার ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

নগরীতে পৃথক অভিযান

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৮ ডিসেম্বর, ২০২০ at ১১:১৭ পূর্বাহ্ণ

নগরীর কোতোয়ালী, বাকলিয়া ও খুলশী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫ হাজার ১৫০পিস ইয়াবাসহ ৪ মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। গতকাল সোমবার এসব অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো অঞ্চলের দুইটি টিম। গ্রেপ্তারকৃতরা হলো, কঙবাজারে উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরণাার্থী ক্যাম্পের এ ব্লকের আহম্মদের ছেলে হাফেজ আহম্মদ ওরফে হাসান (২০), টেকনাফের হ্নীলা ইউনিয়নের উলুখালী গ্রামের আবুল কালামের ছেলে মো. সাইফুল (১৮), উখিয়া কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের আবুল হোসেনের ছেলে মো. রশিদ উল্লাহ (২৫) এবং রাজধানী ঢাকার দারুসসালাম থানাধীন গাবতলী বাগবাড়ী এলাকার মৃত ফজল মিয়ার ছেলে মো. শাহ আলম (৩৬)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সোমবার কোতোয়ালী সার্কেলের পরিদর্শক মোজাম্মেল হক ও বন্দর সার্কেলের পরিদর্শক সিরাজুল ইসলামের নেতৃত্বে নগরীর খুলশী থানাধীন জাকির হোসেন রোডস্থ অপু ঝাল বিতানের সামনে থেকে দেড় হাজার পিস ইয়াবাসহ হাফেজ আহম্মদ ওরফে হাসানকে গ্রেপ্তার করা হয়। একই টিম নগরীর কোতোয়ালী থানাধীন পুরাতন রেলস্টেশন এলাকা হতে এক হাজার ৫৫০ পিস ইয়াবাসহ মো. সাইফুলকে গ্রেপ্তার করে। অন্যদিকে বন্দর সার্কেলের পরিদর্শক সিরাজুল ইসলামের নেতৃত্বে বাকলিয়া থানা এলাকা হতে এক হাজার ৮৫০ পিস ইয়াবাসহ রশিদ উল্লাহকে গ্রেপ্তার করা হয়। একইভাবে শাহ আমানত সেতু এলাকা হতে ২৫০ পিস ইয়াবাসহ শাহ আলমকে গ্রেপ্তার করে পরিদর্শক সিরাজুল ইসলাম।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উপ-পরিচালক মো. রাশেদুজ্জামান দৈনিক আজাদীকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কোতোয়ালী ও বন্দর সার্কেলের কর্মকর্তারা পৃথক অভিযান চালিয়ে চার ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন। তাদের কাছ থেকে ৫ হাজার ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে খুলশী, কোতোয়ালী ও বাকলিয়া থানায় পৃথক চারটি মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঢাকা-শিলিগুড়ি যাত্রীবাহী ট্রেন আগামী মার্চেই
পরবর্তী নিবন্ধপিসিআইইউ ভলান্টিয়ার টিমের মিলনমেলা