যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি জুলিয়ানি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার এক টুইটে ট্রাম্প নিজেই পরীক্ষায় জুলিয়ানির কোভিড-১৯ পজিটিভ এসেছে বলে জানিয়েছেন। কোভিড-১৯ মহামারীতে যুক্তরাষ্ট্রে দুই লাখ ৮০ হাজারেরও বেশি লোকের মৃত্যু হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পসহ হোয়াইট হাউসের বহু কর্মকর্তা এই রোগে আক্রান্ত হয়েছিলেন, এবার সেই দলে যুক্ত হলেন ৭৬ বছর বয়সী নিউ ইয়র্ক শহরের সাবেক মেয়র জুলিয়ানি। ‘রুডি জুলিয়ানি, এ পর্যন্ত নিউ ইয়র্ক শহরের শ্রেষ্ঠ মেয়র আর যিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত নির্বাচনকে (এ পর্যন্ত!) উন্মোচন করার জন্য অক্লান্তভাবে কাজ করে যাচ্ছেন, চীনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, টুইটে বলেছেন ট্রাম্প। খবর বিডিনিউজের।
টুইটে কোভিড-১৯ এর বদলে তিনি এমন নাম ব্যবহার করেছেন যা নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়া হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় এক টুইটে জুলিয়ানি তাকে নিয়ে তাদের উদ্বেগের জন্য ‘বন্ধু ও অনুসারীদের’ ধন্যবাদ জানিয়েছেন।
আমি অত্যন্ত ভালো সেবা পাচ্ছি ও ভালো বোধ করছি। দ্রুত সুস্থ হয়ে উঠছি আর সব কিছুই বজায় রেখেছি, টুইটে লিখেছেন তিনি। পরিস্থিতি সম্পর্কে অবগত দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছেন, রোববার জুলিয়ানি ওয়াশিংটন ডিসির জর্জটাউন বিশ্ববিদ্যালয় হাসপাতালে ছিলেন। জুলিয়ানি এখানে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন বলে এদের মধ্যে একজন জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত করার অনুরোধে তাৎক্ষণিকভাবে হাসপাতালটি সাড়া দেয়নি বলে রয়টার্স জানিয়েছে।
ট্রাম্পের প্রচার শিবির যুক্তরাষ্ট্রের ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে যে আইনি পদক্ষেপগুলো নিয়েছে জুলিয়ানি তাতে নেতৃত্ব দিচ্ছেন। ব্যাপক জালিয়াতির মাধ্যমে নির্বাচনের ফল পাল্টে দেওয়া হয়েছে বলে ট্রাম্প ও জুলিয়ানি বারবার দাবি করে আসছেন।












