বিভাগীয় মুজিববর্ষ বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে চাঁদপুর

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৮ ডিসেম্বর, ২০২০ at ১১:০৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশন আয়োজিত মুজিববর্ষ বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে চাঁদপুর জেলা ফুটবল এসোসিয়েশন। আগামী ৯ ডিসেম্বর দ্বিতীয় সেমিফাইনালে তারা কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের মুখোমুখি হবে। গতকাল টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের চট্টগ্রাম ভেন্যুর কোয়ার্টার ফাইনাল ম্যাচে চাঁদপুর জেলা ফুটবল এসোসিয়েশন ১-০ গোলে গোলে ব্রাহ্মণবাড়িয়া জেলা ফুটবল এসোসিয়েশনকে পরাজিত করে। চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে গতকাল বিকেলে অনুষ্ঠিত এ খেলার প্রথমার্ধ ছিল গোলশূন্য। শুরুতে ঢিমে তালে খেলা হলেও আস্তে আস্তে দু’দলই আক্রমণ-প্রতি আক্রমণে মেতে উঠে। তবে গোল করার মতো সুযোগ সৃষ্টি করতে পারেনি দু’দলের কেউই। ১৪ মিনিটে চাঁদপুরের রুবেল দ্রুত বল নিয়ে গিয়ে শট করলেও তা বাইরে যায়। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া গোল পাওয়ার চেষ্টা করতে থাকে। এ অর্ধের ৫ মিনিটে চাঁদপুরের রুবেল আবারও মিস করেন। তার শট ধরে নেন ব্রাহ্মণবাড়িয়া কিপার পলাশ মিয়া। ৯ মিনিটে পাল্টা আক্রমণে যায় ব্রাহ্মণবাড়িয়া। বদলী খেলোয়াড় সালমান খান গোলকিপারকে একা পান। কিন্তু তিনি ব্যর্থ হন। কিপারের গায়ে মেরে দিয়ে সুযোগ নষ্ট করেন। এরপর দু’দলেই আক্রমণ-প্রতি আক্রমণে উঠে।
আগের ম্যাচের মতো খেলার শেষ দিকে এসে আবারও ভাগ্য খোলে চাঁদপুরের। ৩৭ মিনিটের সময় গোল পেয়ে যায় তারা। এ সময় ফ্রি কিক নেন বদলী খেলোয়াড় শাহআলম। তার ফ্রি কিক ব্রাহ্মণবাড়িয়া কিপার ফিস্ট করতে চেষ্টা করেন। বল স্লিপ করে তার সামনে পড়ে যায়। তা থেকে সুযোগ সন্ধানী নাজমুল পুশ করে বল জালে জড়িয়ে দেন (১-০)। চাঁদপুর এগিয়ে যায়। বাকি সময়টুকু ব্রাহ্মণবাড়িয়া চেষ্টা করলেও চাঁদপুরের রক্ষণভাগ তা সামাল দিয়ে দলকে সেমিফাইনালে পৌঁছে দেয়। এ খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চাঁদপুর জেলা ফুটবল এসোসিয়েশন দলের নাজমুল হোসেন। তার হাতে ক্রেষ্ট তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি এডভোকেট মো. ইউসুফ কবির ফারুক। এদিকে মুজিব শতবর্ষ বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে খেলার সময়সূচি কিছুটা পরিবর্তন হয়েছে। আজ ৮ ডিসেম্বর প্রথম সেমিফাইনালের খেলা বিকাল ৫ টায় অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশন এবং ফেনী জেলা ফুটবল এসোসিয়েশন। আগামীকাল ৯ ডিসেম্বর দ্বিতীয় সেমিফাইনাল খেলাও বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশন এবং চাঁদপুর জেলা ফুটবল এসোসিয়েশন। ফাইনালসহ এই খেলাগুলি প্রথমার্ধে ৪৫ মিনিট, বিরতি ১৫ মিনিট ও দ্বিতীয়ার্ধ ৪৫ মিনিট অনুষ্ঠিত হবে।

পূর্ববর্তী নিবন্ধআজ চট্টগ্রামের প্রতিপক্ষ খুলনা
পরবর্তী নিবন্ধএবার টেস্ট র‌্যাংকিংয়ে ফিরলেন সাকিব