আকবরশাহ এলাকার মীম হত্যা মামলার রায় ঘোষণা আজ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৮ ডিসেম্বর, ২০২০ at ১০:৪৩ পূর্বাহ্ণ

নগরীর আকবরশাহ এলাকায় দুই বছর আগে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তার মীম গণধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনার মামলায় আজ মঙ্গলবার আদালতে রায় ঘোষণা হতে পারে। ২০১৮ সালে আকবরশাহ থানাধীন বিশ্বকলোনিতে বহুল আলোচিত এ ঘটনার মামলার রায় ঘোষণার সম্ভাবনার কথা গতকাল আজাদীকে জানান নারী ও শিশু ট্রাইব্যুনাল-৪ এ বেঞ্চ সহকারী মো. আব্বাস হোসেন। তিনি বলেন, ২০১৯ সালে শুরুতে মামলাটির চার্জ গঠনপূর্বক বিচারকার্যক্রম শুরু হয়। ট্রাইব্যুনাল এ মামলায় মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণপূর্বক রায়ের জন্য তারিখ নির্ধারণ করে দিয়েছিলেন। ঘটনায় জড়িত আট আসামির মধ্যে একজন পলাতক ও বাকি সাত আসামি কারাগারে রয়েছে বলে জানান ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী। ২০১৮ সালে সালের ২১ জানুয়ারি দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তার মীমকে গণধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। সে আকবর শাহ এলাকায় ফাতেমাতু জোহরা হেফজুল কোরআন মহিলা মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পূর্ববর্তী নিবন্ধমৌলবাদী অপশক্তির বিরুদ্ধে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান
পরবর্তী নিবন্ধঐক্যবদ্ধ হয়ে না দাঁড়ালে সামনে বিপর্যয়