হাটহাজারীতে ক্ষতিকর রং মিশ্রিত ৬ মণ সামুদ্রিক মাছ ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার উপজেলার ফতেপুর ইউনিয়নের ইসলামিয়াহাট বাজারে অভিযান চালিয়ে এসব মাছ ধ্বংস করা হয়। ইউএনও মো. রুহুল আমিন জানান, ইসলামিয়াহাট বাজারে কাপড়ের রং মিশিয়ে মাছ বিক্রি করা হচ্ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালানো হয়।