গতকাল সোমবার পটিয়া বাইপাসের বাস স্টেশন সংলগ্ন চত্বরকে শাহচান্দ আউলিয়া চত্বর ঘোষণার দাবিতে বাইপাস সড়কের সামনে হযরত শাহচান্দ আউলিয়া সংসদের মানববন্ধন সংগঠনের সভাপতি মুহাম্মদ জমির উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য এম. নাজমুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন হযরত শাহচান্দ আউলিয়া সংসদের সাধারণ সম্পাদক কাজী রায়হান মাহমুদ মুরাদ, মুখপাত্র এস এম রফিকুল আলম ওসমানী, হযরত শাহচান্দ আউলিয়া খেদমত পরিষদের সিনিয়র সদস্য হাবীবুর বহমান রিপন, রবিউল হাসান সৌরভ, মিজানুর রহমান ও রবিউল ইসলাম আরমান প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পটিয়াতে বিভিন্ন জায়গায় গুণি ব্যক্তিদের নামে বিভিন্ন সড়কের নামকরণ করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় শাহচান্দ আউলিয়ার নামে বাইপাস সড়কের বাস স্টেশন সংলগ্ন চত্বরটি নামকরণ করা হোক। কারণ, শাহচান্দ আউলিয়া এমন একজন ব্যক্তিত্ব যিনি ধর্ম বর্ণ নির্বিশেষে জনপ্রিয় ও অসামপ্রদায়িকতার মূর্ত প্রতীক। যৌক্তিক বিষয়গুলো বিবেচনায় নিয়ে এ চত্বরকে শাহচান্দ আউলিয়া চত্বর ঘোষণার করার জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি।