গ্যাস লাইনের পাইপ ফেটে আগুন, পুড়ল ৪ দোকান

হাটহাজারী প্রতিনিধি | মঙ্গলবার , ৮ ডিসেম্বর, ২০২০ at ১০:৪১ পূর্বাহ্ণ

হাটহাজারী পৌর সদরের ভূমি অফিস এলাকায় অগ্নিকাণ্ডে চারটি ভাসমান দোকান পুড়ে গেছে। গতকাল সোমবার সকালে হাটহাজারী-নাজিরহাট মহাসড়কে সম্প্রসারণ কাজ করার সময় মাটির নিচে গ্যাস লাইনের পাইপ ফেটে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। খবর পেয়ে হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন, কোকন, ফোরকান, মনসুর ও রুস্তম আলী।

পূর্ববর্তী নিবন্ধপটিয়া বাইপাস বাস স্টেশন চত্বরকে শাহচান্দ আউলিয়া নামকরণ দাবি
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে রং মিশ্রিত ৬ মণ সামুদ্রিক মাছ ধ্বংস