ক্রেন ভেঙ্গে নিচে পড়ে যাওয়া ফৌজদারহাট-বায়েজিদ বাইপাস সড়কের রেলওয়ে ওভারপাসের গার্ডারটি পুনঃস্থাপন করা হয়েছে। রোববার গভীর রাতে গার্ডারটি স্থাপন করা হয়। প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার রাজিব দাশসহ সিডিএর শীর্ষ কর্মকর্তারা ওই সময় উপস্থিত ছিলেন। বিগড়ে যাওয়া ক্রেনের পরিবর্তে আলাদা একটি ক্রেন এনে গার্ডারটিকে উঠানো হয়েছে। প্রায় ২৭ ফুট উপর থেকে নিচে পড়া ৯০ টন ওজনের গার্ডারটি যথাযথভাবে স্থাপিত হয়েছে।
এদিকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এই সময় সিডিএর চিফ ইঞ্জিনিয়ার কাজী হাসান বিন শামসও উপস্থিত ছিলেন। সিডিএ চেয়ারম্যান গার্ডারটি কোন ক্ষতি না হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তিনি গার্ডার স্থাপনসহ সব ধরনের কার্যক্রমে আরো অধিক যত্নশীল এবং সতর্ক থাকার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেছেন।