রোগী নয় রোগ থেকে দূরে থাকুন

মুহাম্মদ বুরহান উদ্দিন ফাহিম | মঙ্গলবার , ৮ ডিসেম্বর, ২০২০ at ১০:১৭ পূর্বাহ্ণ

একটি শব্দে আপনজন দূরে চলে যায়।পাশে কেউ থাকে না, নিজ সন্তান বাবার থেকে অজুহাত দেখিয়ে পালিয়ে যায়। নিজ স্ত্রী স্বামীকে দূরে ঠেলে দেয়। নিজের ভাই/বোন দূরে চলে যায়। তবে সবার ক্ষেত্রে এক নয়। অনেকে আছেন যারা প্রিয়জনের পাশে থাকেন আর সুস্থ হয়ে উঠতে সেবা ও উৎসাহ দেন।রোগীকে মনোবল বাড়াতে সাহায্য করে।এতে তাড়াতাড়ি সুস্থ হওয়া সম্ভব হয়। অনেকে রয়েছেন যারা রোগ থেকে রোগীকে ঘৃণা করেন বেশি।এতে রোগীর মনোবল হাজারগুণ ভেঙ্গে যায়।কেউ তাকে দেখতে যায় না,কেউ পাশে থাকে না।এতে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।
আবার দেখা যায় রোগীর থেকে রোগীর সেবাদানকারী ব্যক্তিকে বেশি ঘৃণা করে।এতে তার মনে আক্ষেপ থাকলেও কিছু করার থাকে না।তাকে উৎসাহ দেওয়ার বিপরীতে নীচ মানসিকতার ফলে তাকে অন্যভাবে দেখে। রোগ-বালাই কেউ নিজ থেকে নিয়ে আসে না শরীরে।সবই আল্লাহ তা’য়ালার পক্ষ থেকে।রোগীকে সুস্থ করে তুলতে তার মন মানসিকতা ভালো রাখা খুবই প্রয়োজন।আল্লাহ তায়ালা সবাইকে বুঝার তৌফিক দান করুক।

পূর্ববর্তী নিবন্ধবাঁশ ও বেত শিল্প বিলুপ্ত হতে চলেছে
পরবর্তী নিবন্ধপিতা-মাতার চেয়ে বড় সম্পদ কিছুই হতে পারে না