কারো মাস্ক মুখে কারো থুতনিতে

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৮ ডিসেম্বর, ২০২০ at ৬:২৫ পূর্বাহ্ণ

শীত আসতে না আসতেই ফের আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ। সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা নিশ্চিতে এরইমধ্যে মাঠ পর্যায়ে চালানো হচ্ছে অভিযান। সচেতনতা সৃষ্টির পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাও করা হচ্ছে। এরপরও রাস্তা-ঘাটে, গ্রামে-গঞ্জে কোথাও যেন মাস্ক পরা নিশ্চিত করা যাচ্ছে না। একজন মাস্ক পরছেন তো, পাশের জনের নেই। কেউ কেউ মাস্ক পরলেও তা মুখের পরিবর্তে ঝুলতে দেখা যায় থুতনিতে। আবার কেউ মাস্ক সাথে রাখলেও তা জায়গা করে নেয় পকেটে। রাস্তা-ঘাট, গণপরিবহন, মার্কেট সবখানেই এটাই যেন এখন স্বাভাবিক চিত্র।
ব্যতিক্রম নয় অফিসেও। অফিসগুলোতে কয়েকজনের মুখে সঠিক নিয়মে মাস্ক দেখা গেলেও পাশাপাশি বসা অধিকাংশ সহকর্মীর মাস্ক দেখা যায় থুতনিতে। কারো আবার পকেটে। এর মাধ্যমে নিজে তো বটেই, পাশের মানুষটিকেও সংক্রমণের ঝুঁকিতে ফেলা হচ্ছে বলে মনে করেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অনুপম বড়ুয়া। মেডিসিনের এই অধ্যাপক বলেন, সংক্রমণ ঠেকাতে হলে মাস্ক সঠিক নিয়মে পরা জরুরি। মাস্ক দিয়ে নাক-মুখ ঢেকে রাখতে হবে। থুতনিতে নামিয়ে রাখলে সংক্রমণ কোনোভাবে ঠেকানো যাবে না। বরং তাতে সংক্রমণের ঝুঁকিটা বেশি। ব্যবহার করা মাস্কটি হাতে স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। পকেটেও রাখা যাবে না। ব্যবহার করা মাস্ক স্পর্শ করলে কিংবা একবার পকেটে আবার মুখে, এমন করলে সংক্রমণের ঝুঁকিটা বেড়ে যায়। তাই মাস্ক পরায় সবাইকে আরো সচেতন হওয়ার অনুরোধ জানান ডা. অনুপম বড়ুয়া।

পূর্ববর্তী নিবন্ধমাস্ক না পরলে শহরে ঢুকতে দেবে না চসিক
পরবর্তী নিবন্ধবেতন পরিশোধে একদিনেই হাজারো ছাত্রী-অভিভাবক