উখিয়ার কুতুপালং ক্যাম্প ও বাজার সংলগ্ন বিল থেকে রোকিয়া বেগম (৩৩) নামে এক রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার দুপুরের দিকে লাশটি উদ্ধার করে ক্যাম্প পুলিশ (এপিবিএন)। সে কুতুপালং লম্বাশিয়া -১ ইস্ট ক্যাম্পের সোনা মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালের দিকে গ্রামের লোকজন ধান কেটে ফেলা খালি বিলে অজ্ঞাত এক নারীর লাশ পড়ে থাকতে দেখে। তারা খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ আহমেদ সঞ্জুর মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কঙবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।