বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি) ও মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস (ইউটিপি)-এর যৌথ উদ্যোগে ‘মুজিববর্ষ’ উপলক্ষে বাংলাদেশের প্রথম চতুর্থ শিল্প বিপ্লবের উপর দু’দিনব্যাপী ভার্চুয়াল আন্তর্জাতিক কনফারেন্স গতকাল সম্পন্ন হয়েছে। গত ৫ ডিসেম্বর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি উক্ত কনফারেন্স উদ্বোধন করেন। এতে ইউএসটিসি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আহমেদ ইফতেখারুল ইসলাম, মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস (ইউটিপি)-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইব্রাহীম বিন আবদুল মোতালিব ও ডেপুটি ভাইস চ্যান্সেলর হিলমি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।