অবশেষে জয়রথ থামল চট্টগ্রামের

ক্রীড়া প্রতিবেদক | সোমবার , ৭ ডিসেম্বর, ২০২০ at ১০:৩৭ পূর্বাহ্ণ

ঢাকাকে উড়িয়ে দিয়ে শুরু হয়েছিল চট্টগ্রামের বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের যাত্রা। এরপর একে একে টানা চার ম্যাচ জিতে আকাশে উড়ছিল সৌম্য সরকাররা। কিন্তু পঞ্চম ম্যাচে এসে সেই ঢাকার কাছেই প্রথম হারের স্বাদ নিল চট্টগ্রাম। গতকাল ঢাকার কাছে ৭ রানে হেরেছে চট্টগ্রাম। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে ১৪৫ রান সংগ্রহ করে ঢাকা। জবাবে ১৩৮ রান করতে সক্ষম হয় চট্টগ্রাম। টস হেরে ব্যাট করতে নামা ঢাকার শুরুটা ভাল করতে পারেনি। কিন্তু অধিনায়ক মুশফিকের অসাধারণ ব্যাটিং এর উপর ভর করে শেষ পর্যন্ত ১৪৫ রান করতে সক্ষম হয় ঢাকা। দলের রানের অর্ধেকই করেন মুশফিক। ৫০ বলে ৭টি চার আর ৩টি ছক্কার সাহায্যে ৭৩ রান করেন তারকা ক্রিকেটার। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ বলে ৩৪ রান করেন ইয়াসির আলি রাব্বি। এছাড়া দুই অংকের ঘরে যেতে পেরেছেন আর মাত্র দুজন। তারা হলেন নাঈম শেখ ১৩ এবং আকবর আলি ১০ রান। চট্টগ্রামের পক্ষে একটি করে উইকেট নিয়েছেন নাহিদুল, শরীফুল এবং রকিবুল।
১৪৬ রানের লক্ষ তাড়া করতে নামা চট্টগ্রাম শুরুটা ভালই করেছিল লিটন দাশের ব্যাটে। এক পর্যায়ে ১৪ ওভার শেষে চট্টগ্রামের স্কোর ছিল ২ উইকেটে ৯০। জয়ের জন্য ৪২ বলে তখন লাগত ৫৬ রান। লিটন ৩৫ বলে ৪৩ রানে অপরাজিত ছিলেন। সঙ্গে মোহাম্মদ মিঠুন ১৭ বলে ১৯ রানে ব্যাট করছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটিতে হেরেই গেল চট্টগ্রাম। ৯ উইকেটে ১৩৮ রান করতে সক্ষম হয় চট্টগ্রাম। লিটন দাশ করেন ৪৭ রান। এছাড়া মাহমুদুল হাসান জয় ২৬, মোহাম্মদ মিঠুন ২১, মোসাদ্দেক ১৩, শামসুর রহমান ১০ এবং জিয়াউর রহমান করেন ১০ রান। ঢাকার পক্ষে মুক্তার আলি ৩৯ রানে তিন উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট নিয়েছেন রুবেল হোসেন ও রবিউল ইসলাম রবি।

পূর্ববর্তী নিবন্ধখুলনা পেল মাশরাফিকে
পরবর্তী নিবন্ধসিসিএল-এমজিআই স্নুকার টুর্নামেন্টে ওয়াসেফ চ্যাম্পিয়ন