বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের চার দলই মাশরাফিকে পেতে আগ্রহ দেখিয়েছিল। কিন্তু ভাগ্যের খেলায় শেষ পর্যন্ত তাকে জিতে নিল খুলনা। গতকাল রোববার বিকেল ৫টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই লটারি অনুষ্ঠিত হয়। লটারি শেষে খুলনা মাশরাফিকে দলে পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে অংশ নিতে গতকাল সকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ফিটনেস পরীক্ষা দেন বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক।
পরীক্ষায় বেশ ভালভাবেই পাস করেন তিনি। টুর্নামেন্টের প্রটোকল অনুযায়ী ফিটনেস টেস্টের পরপরই কভিড টেস্টের জন্য মাশরাফির নমুনা নেয়া হয়। টেস্টের ফলাফল নেগেটিভ এলেই বায়ো বাবলে ঢুকবেন তিনি।