কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে গতকাল রোববার চট্টগ্রামে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে। এ সময় বক্তারা স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তি, সামপ্রদায়িক, উগ্র মৌলবাদী গোষ্ঠী কর্তৃক কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাঙার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। চট্টগ্রাম নগর যুবলীগ, নগর ছাত্রলীগ, হাজী মুহাম্মদ মহসীন কলেজ ছাত্রলীগ ও চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ গতকাল পৃথক মিছিল সমাবেশ করে। এদিকে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম বলেছেন, বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক ও অভিন্ন সত্তা। এ বিষয়ে কোনো বিতর্ক থাকতে পারে না। যারা এ নিয়ে বিভেদ সৃষ্টি করতে চায় তারা স্বাধীনতা বিরোধী এবং দেশের শত্রু। বঙ্গবন্ধুর ভাস্কর্য যারা ভেঙেছে তাদের অবিলম্বে গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ দেশে জঙ্গীবাদের কোনো স্থান নেই। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটলে বঙ্গবন্ধুর সৈনিকরা তার দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত থাকবে।
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে তিনি গতকাল বিকালে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ আয়োজিত নিউ মার্কেট চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন। এতে প্রধান বক্তা ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ আতাউর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি অ্যাড. ফখরুদ্দীন চেীধুরী, আবুল কাশেম চিশতী, মোহাম্মদ জসিম উদ্দীন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও পৌর মেয়র দেবাশীষ পালিত, জসিম উদ্দীন শাহ, মহিউদ্দীন বাবলু, প্রমুখ।
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের নিদর্শন। ভাস্কর্যে হামলাকারীরা দেশ ও জাতির শত্রু। যারা এ অপকর্ম করেছে তারা ১৯৭১ সালের স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মা। অবিলম্বে এই হামলাকারীদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে।
গতকাল রোববার বিকেল ৪টায় আন্দরকিল্লাস্থ সংগঠনের কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইদ্রিছের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, দপ্তর সম্পাদক আবু জাফর, সাংগঠনিক সম্পাদক অ্যাড. জহির উদ্দিন, অ্যাড. মুজিবুল হক, বোরহান উদ্দিন এমরান প্রমুখ।