শিক্ষা জাতির প্রগতির মানদণ্ড। একটি জাতি কত উন্নত তা নির্ভর করে শিক্ষিত জনগোষ্ঠির সংখ্যা এবং গুণগত উৎকর্ষতার উপর। জাতীয় জীবনে গৌরবময় ঐতিহ্য সৃষ্টিতে শিক্ষা সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। চট্টগ্রাম একাডেমির ফয়েজ-নুরনাহার মিলনায়তনে মাসব্যাপী অনলাইন বাংলা বইমেলার গতকাল রোববার পঞ্চম দিনে ‘জাতি গঠনে শিক্ষার গুরুত্ব’ শীর্ষক সেমিনারে বক্তারা উপরোক্ত কথা বলেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক ছিলেন সরকারি চারুকলা ইনস্টিটিউটের সাবেক অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক সুপ্রতীম বড়ুয়া, ধন্যবাদ বক্তব্য রাখেন অনলাইন বাংলা বইমেলা পরিষদের আহ্বায়ক শিশুসাহিত্যিক-সাংবাদিক রাশেদ রউফ। অধ্যাপক প্রাবন্ধিক কাঞ্চনা চক্রবর্তীর সঞ্চালনায় সেমিনারে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিপুল বড়ুয়া, অরুণ শীল, শামসুদ্দীন শিশির, এস এম আব্দুল আজিজ, গোফরান উদ্দীন টিটু, জেবারুত সাফিনা, শামীম ফাতেমা মুন্নী, শিপ্রা দাস, গৌতম কানুনগো, এম কামাল উদ্দীন, মৃনালিনী চক্রবর্তী, মোস্তফা হায়দার, সরওয়ার আরমান, তসলিম খাঁ, ফারজানা রহমান শিমু, সৈয়দা সেলিমা আক্তার, সুমন চক্রবর্তী প্রমুখ। খবর বিজ্ঞপ্তির