চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের অধীন দোহাজারী রেঞ্জের বৈতরনী বিট এলাকায় সংরক্ষিত বনভূমি দখল করে অবৈধভাবে নির্মিত একটি বসতঘর উচ্ছেদ করা হয়েছে। এ অভিযানে বনবিভাগের এক একর জায়গা দখলমুক্ত করা হয়। গতকাল শনিবার দুপুরে দোহাজারী রেঞ্জের রেঞ্জার মোহাম্মদ জসিম উদ্দীন এলাহীর নেতৃত্বে বন কর্মকর্তারা এ অভিযান চালান। দোহাজারী রেঞ্জের রেঞ্জার মোহাম্মদ জসিম উদ্দীন এলাহী জানান, বৈতরনী বিটের অধীন সংরক্ষিত বনভূমি দখল করে বসতঘর নির্মাণ করা হয়েছে। খবর পেয়ে গতকাল শনিবার দুপুরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে বনভূমি দখল করে নির্মিত বসতঘরটি উচ্ছেদ করি। এতে বনবিভাগের প্রায় এক একর জায়গা দখলমুক্ত হয়।