সেলিম আকতার টানা চতুর্থবার প্রেসিডেন্ট

চিটাগাং সিনিয়রস ক্লাব

আজাদী প্রতিবেদন | রবিবার , ৬ ডিসেম্বর, ২০২০ at ১০:৩০ পূর্বাহ্ণ

উৎসবমুখর পরিবেশে গতকাল দুপুরে চিটাগাং সিনিয়রস’ ক্লাব লিমিটেডের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ডাক্তার সেলিম আকতার চৌধুরী টানা চতুর্থবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২০৬ ভোট। নির্বাচনে ১৪৪ ভোট পেয়ে মোহাম্মদ আলাউদ্দিন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ম্যানেজিং কমিটির পাঁচ জন সদস্য পদে যথাক্রমে এম ইয়াকুব আলী (২৬২ ভোট), মাশফিক-উল-হাসান (২৪৭ ভোট), ডা. মোহাম্মদ ইমাম হোসেন (রানা) (২৪৩ ভোট), মোহাম্মদ আব্বাস (২৪২ ভোট) এবং নুরুল আফসার মজুমদার (স্বপন) (২২৯ ভোট) নির্বাচিত হয়েছেন। ক্লাবের সর্বমোট ৪৭১ জন ভোটারের মাঝে ৩৫০ জন ভোটাধিকার প্রয়োগ করেন। দুপুর সোয়া একটা থেকে বিকেল সোয়া চারটা পর্যন্ত ভোট গ্রহন চলে। নির্বাচনে প্রেসিডেন্ট পদে দুই জন, ভাইস প্রেসিডেন্ট পদে তিন জন এবং ইসি মেম্বার পদে সাত জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন নির্বাচন কমিশনার কাজী মাহ্‌মুদ ইমাম, ডেপুটি কমিশনার সিরাজুল হক আনসারী ও এনামুল হক ইকবাল। নির্বাচন উপ-কমিটির সদস্যরা বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করেন।
এর আগে অনুষ্ঠিত সাধারণ সভায় ডা. মইনুল ইসলাম মাহ্‌মুদ, মিয়া মোহাম্মদ আব্দুর রহিম, সুলতানুল আবেদীন চৌধুরী, ডা. সরফরাজ খান চৌধুরী, তারিকুল ইসলাম খান, মির্জা মোহাম্মদ আকবর, এডভোকেট মনতোষ বড়ুয়া, প্রফেসর ডা. মোহাম্মদ রেজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন।

পূর্ববর্তী নিবন্ধ২২ কোটি টাকা ব্যয়ে চন্দনাইশে হচ্ছে তিন সড়কের উন্নয়ন
পরবর্তী নিবন্ধরাতের আঁধারে টেক্সি ও মোটর সাইকেলে আগুন