বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণে বিএনপি-জামায়াতের মদদপুষ্ট উগ্র মৌলবাদী ও ধর্মান্ধ সাম্প্রদায়িক গোষ্ঠী জনমনে বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে গতকাল শুক্রবার বিপ্লব উদ্যানের সামনে আল ফালহা গলি যুবলীগ, ছাত্রলীগ ও শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তাজউদ্দিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ও আওয়ামী লীগের আদর্শ বাস্তবায়নে আওয়ামী লীগ আদর্শের প্রতিটি নেতাকর্মীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিএনপি-জামায়াতের মদদে জাতির জনকের ভাস্কর্য ইস্যুতে সাম্প্রদায়িক মৌলবাদী একটি গোষ্ঠী দেশে অহেতুক অস্থিরতা সৃষ্টি করছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা সম্মিলিত শক্তিতে এই অপশক্তির বিষদাঁত ভেঙে দিতে প্রস্তুত। মানববন্ধনে নাজিম উদ্দিন, জিসান, রাজু, ইউসুফ, ফরহাদ, সৌরভ, গিয়াস, ইভান, মিঠু, সাজিদ, এখলাছ, রতন, রিংকু প্রমুখ বক্তব্য দেন। প্রেস বিজ্ঞপ্তি।












