হেরেই চলেছে তামিমের বরিশাল

ক্রীড়া প্রতিবেদক | শনিবার , ৫ ডিসেম্বর, ২০২০ at ১০:৪৭ পূর্বাহ্ণ

হেরেই চলেছে তামিম ইকবালের বরিশাল। গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বরিশালকে ৪৮ রানে হারিয়েছে খুলনা। প্রথমে ব্যাট করতে নামা খুলনা ৬ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে । জবাবে ব্যাট করতে নামা বরিশাল এক বল বাকি থাকতে ১২৫ রানে গুটিয়ে যায় । পাঁচ ম্যাচে তামিমের দলের এটা চতুর্থ হার। একটি মাত্র জয় পেয়েছে তামিমরা।
টস হেরে ব্যাট করতে নেমে খুলনার শুরুটা ভাল না হলেও প্রথম ম্যাচ খেলতে নামা জাকিরের দৃঢ়তায় শেষ পর্যন্ত ১৭৩ রান সংগ্রহ করে খুলনা। ৪২ বলে ৬৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন জাকির। যেখানে চারের মার ছিল ১০টি। এছাড়া ইমরুল কায়েস করেন ৩৭ রান। অধিনায়ক মাহমুদউল্লাহর ব্যাট থেকে আসে ২৪ রান। এ ম্যাচেও ব্যাট হাতে সফল হতে পারলেননা সাকিব। মাত্র ১৪ রান আসে বিশ্বসেরা অল রাউন্ডারের ব্যাট থেকে। বরিশালের পক্ষে কামরুল ইসলাম রাব্বি নেন ৩ উইকেট। ২টি উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ।
জবাবে ব্যাট করতে নামা বরিশাল দারুন শুরুর ইঙ্গিত দিয়েছিল তামিম এবং ইমনের ব্যাটে। কিন্তু শুভাগত হোমের এক ওভারেই পাল্টে দিল সব হিসেব। এক ওভারেই দুই ওপেনারকে ফেরান শুভাগত হোম। পরের ওভারে আফিফ রান আউট হয়ে গেলে বিপদে পড়ে যায় বরিশাল। এরপর তৌহিদ হৃদয় কিছুটা লড়াই করলেও তা জয়ের জন্য যতেষ্ট ছিলনা বরিশালের জন্য। ফলে শেষ পর্যন্ত ১২৫ রানে থেমে যায় বরিশাল। দলের পক্ষে তামিম ৩২, পারভেজ ১৯, হৃদয় ৩৩, ইরফান শুক্কুর ১৬ এবং মাহিদুল করেন ১০ রান। খুলনার পক্ষে শুভাগত হোম, শহীদুল ইসলাম এবং হাসান মাহমুদ নেন ২টি করে উইকেট।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডের বাঁশবাড়িয়ায় বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
পরবর্তী নিবন্ধপ্রথম ম্যাচেই বিদায় স্বাগতিক চট্টগ্রাম জেলার