ছনুয়ায় অগ্নিকাণ্ডে গৃহবধূ দগ্ধ

পুড়েছে ৩ বাড়ি ও ৩টি গরু

বাঁশখালী প্রতিনিধি | শনিবার , ৫ ডিসেম্বর, ২০২০ at ১০:৩৭ পূর্বাহ্ণ

বাঁশখালীর ছনুয়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামে গত বৃহস্পতিবার গভীর রাতে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মনোয়ারা বেগম (৪০) নামে এক গৃহবধূ দ্বগ্ধ হয়ে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ৩টি গরুসহ ৩ বাড়ির সব মালামাল পুড়ে গেছে। এই ঘটনায় প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান এম. হারুনুর রশিদ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ছনুয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নয়াপাড়া গ্রামে গত বৃহস্পতিবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় মোহাম্মদ হারুন, আলী আকবর ও মো. বাবুলের বাড়ির সব মালামাল পুড়ে যায়। আগুন নেভাতে গিয়ে মোহাম্মদ হারুনের স্ত্রী মনোয়ারা বেগম (৪০) অগ্নিদ্বগ্ধ হন। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান স্থানীয় সমাজকর্মী ফজলুল কাদের। এছাড়া অগ্নিকাণ্ডে গোয়াল ঘরে বেঁধে রাখা ৩টি গরুও পুড়ে যায়।
বাঁশখালী ফায়ার সার্ভিসের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, ঘটনাস্থলটি উপজেলা সদর থেকে দূরে হওয়ায় আমরা পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
ছনুয়া ইউনিয়নের চেয়ারম্যান এম. হারুনুর রশিদ বলেন, আগুনে এক গৃহবধূ দ্বগ্ধ হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধগুমানমর্দনে ইউপি সদস্য পদে উপনির্বাচন ১০ ডিসেম্বর
পরবর্তী নিবন্ধলামায় মোটর সাইকেল আরোহী নিহত