হাটহাজারী ৪নং গুমানমর্দন ইউনিয়ন পরিষদের ১নং ওয়াডের সদস্য পদে শূন্য আসনে উপনির্বাচন আগামী ১০ ডিসেম্বর বৃহস্পতিবার। ওইদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবে।
উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. আরিফুল ইসলাম জানান, গত ১১ ফেব্রুয়ারি এই ওয়ার্ডের সদস্য আবদুল জব্বারের মৃত্যুর কারণে তাঁর পদটি শূন্য হয়। ফলে এই শূন্যপদে নির্বাচনের জন্য আগামী ১০ ডিসেম্বর নির্বাচন কমিশন তারিখ নির্ধারণ করেছে। নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন, মোহাম্মদ আলী (টিউবওয়েল), মো. মজিবুর রহমান (তালা), মো. সাফায়েত হোসেন (আপেল), মো. হায়দার আলী (মোরগ)। উক্ত নির্বাচনে উত্তর ছাদেক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১ হাজার ২শ ১০ জন। এতে পূরুষ ভোটার ৬শ ৭ এবং মহিলা ভোটার ৬শ ৩ জন। ভোট কেন্দ্রে সার্বিক নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০ জন পুলিশ ও র্যাবের দুটি টিম সর্বক্ষণিক দায়িত্ব পালন করবে।










