বৈদ্যুতিক তারের পাতানো ফাঁদে দুজনের মৃত্যু

হাটহাজারী প্রতিনিধি | শনিবার , ৫ ডিসেম্বর, ২০২০ at ৫:৩৪ পূর্বাহ্ণ

হাটহাজারীতে বৈদ্যুতিক তারের পাতানো ফাঁদে নজরুল ইসলাম (৪৫) ও নিজাম উদ্দীন (৫৫) নামে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলাধীন ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ঠাণ্ডাছড়ি পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে গত বৃহস্পতিবার রাতে স্থানীয় আবু সাইয়িদকে প্রধান আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত নিজামের বাড়ি ঠাণ্ডাছড়ি ও নজরুলের বাড়ি সীতাকুণ্ডে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ঠাণ্ডাছড়ি পাহাড়ি এলাকায় ফসলি জমির চারপাশে বৈদ্যুতিক তারের ফাঁদ পেতে দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী শিকার করে আসছিল স্থানীয় একটি চক্র। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানিয়ে আসছিল স্থানীয়রা। গত বৃহস্পতিবার এ পাতানো ফাঁদে পড়ে দুইজনের মৃত্যু হয়।
এ ব্যাপারে হাটহাজারী মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, ময়নাতদন্ত শেষে গতকাল শুক্রবার বিকালে নিজ নিজ এলাকায় নিহতদের দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আবু সাইয়িদ পলাতক রয়েছে। তাকে সহ বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পূর্ববর্তী নিবন্ধঅফিস না করেই ভ্রমণ বিলাস যমুনা অয়েলে!
পরবর্তী নিবন্ধশিল্পকলায় নয় মাস পর প্রাণস্পন্দন