কাতারের বিপক্ষে লড়বে আজ বাংলাদেশ

বিশ্বকাপ বাছাই পর্বের ফিরতি ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ৪ ডিসেম্বর, ২০২০ at ৬:৫৮ পূর্বাহ্ণ

করোনাকালে আরো একটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ ফুটবল দল। গত মাসে দেশের মাটিতে নেপালের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ । তবে সেগুলো ছিল প্রীতি ম্যাচ। এবার কাতারের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে। আজ শুক্রবার বাংলাদেশ সময় রাত ১০টায় কাতারের রাজধানী দোহার আবদুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে শুরু হবে দুই দেশের ফিরতি ম্যাচটি। প্রথম ম্যাচটি হয়েছিল গত বছর অক্টোবরে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। সে ম্যাচে কাতার ২-০ গোলে জিতলেও তাদের ঘাম ঝরাতে হয়েছিল। এবার ঘরের মাঠে কাতার কতটা নিষ্ঠুর হয়ে ওঠে সেটাই দেখার বিষয়।
যদিও কাতারের বিপক্ষে বাংলাদেশের একটি মধুর অভিজ্ঞতা আছে গত এশিয়ান গেমসে। ২০১৮ সালে ইন্দোনেশিয়ার জাকার্তায় এশিয়ান গেমস ফুটবলে (অনূর্ধ্ব-২৩) কাতারকে ১-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো গ্রুপ পর্ব টপকে দ্বিতীয় রাউন্ডে উঠেছিল বাংলাদেশ। যদিও বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের সঙ্গে এশিয়ান গেমস ফুটবলের তুলনা চলে না। তারপরও কাতারের বিপক্ষে জয় মানেই অন্যরকম প্রাপ্তি। শক্তিতে দুই দলের পার্থক্য বিশাল। কাতার এশিয়ান চ্যাম্পিয়ন। সরাসরি খেলবে ২০২২ বিশ্বকাপে। ফিফা র‌্যাংকিংয়ে কাতার ১২৫ ধাপ এগিয়ে বাংলাদেশের চেয়ে। তাই অসম শক্তির বিরুদ্ধে বাংলাদেশের লড়াইটা হতে পারে গোল কম খাওয়ার। যদিও বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া সাহস করে ড্রয়ের লক্ষ্যের কথা বলে ফেললেন। তিনি বলেন কাতার অনেক শক্তিশালী দল। তবে আমাদের লক্ষ্য এক পয়েন্ট। ড্র করতে পারলে সেটা হবে বিশাল অর্জন।

পূর্ববর্তী নিবন্ধবিভাগীয় মুজিব বর্ষ ফুটবল টুর্নামেন্টের চট্টগ্রাম পর্ব শুরু আজ
পরবর্তী নিবন্ধ২০২০ হতে পারে বিশ্বের দ্বিতীয় উষ্ণতম বছর : জাতিসংঘ