বাস্তবে যুুদ্ধ দেখিনি। রাজাকারের বিষাক্ত
দাঁতের হাসি দেখিনি।
দেখিনি নখের আঁচড়ে রক্তাক্ত ক্ষয়ে যাওয়া শরীর।
কিন্তু সাম্প্রতিক যুদ্ধের ভয়াবহতা দেখেছি।
বিশ্বজুড়ে করোনা ভাইরাসের আতঙ্ক দেখেছি।
স্পর্শহীন অবহেলিত মৃত্যু দেখেছি।
দেখেছি বধ্যভূমিতে আপন মানুষের করুণ আকুতি।
কালের স্রোতে আবারো ফিরে এসেছি মাটির ঘরে।
প্রাণহীন বাক্স বন্দি হয়ে।
মহামারি বিধ্বস্ত পৃথিবীতে প্রাণের শক্তিতে লড়ছে মানুষ।
কাছে থেকেও বাড়ছে দূরত্ব।
হোম কোয়ারেন্টাইনে দ্বারপ্রান্তেও আছে জীবন মৃত্যু ভয়।
মা জানতে পারেনি, মৃত্যুর ছোবল পড়েছে পুত্র কন্যার উপর।
অবচেতনে শেষ ঘুম হলো মায়ের।
অস্থির মনে স্থিরতার উৎস কোথায় ?
সবাই শুধু খুঁজি …আর খুঁজি…