পতেঙ্গায় মইনীয়া যুব ফোরামের ফ্রি ব্লাড গ্রুপিং

| শুক্রবার , ৪ ডিসেম্বর, ২০২০ at ৬:৩১ পূর্বাহ্ণ

‘রক্তের বন্ধনে, জীবনের জয়গান; রক্ত দিন, জীবন বাঁচান’- স্লোগানকে ধারণ করে মইনীয়া যুব ফোরাম ৪০ নম্বর ওয়ার্ড পতেঙ্গার উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন গত বুধবার স্টিলমিল হাউজিং কলোনি মাঠে অনুষ্ঠিত হয়। মইনীয়া সাইফীয়া ব্লাড ব্যাংক পতেঙ্গার আয়োজনে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইনের উদ্বোধন করেন পতেঙ্গা থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান। মইনীয়া যুব ফোরাম ৪০ নম্বর ওয়ার্ডের সভাপতি মো. পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজিমের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সাবেক চেয়ারম্যান জাগির আহমেদ, খোরশেদ আলম চৌধুরী, সাহাবুদ্দিন, আমিনুর রহমান শামিল। উপস্থিত ছিলেন সহ-সভাপতি নাঈম, আকরাম, সুমন, ফরিদ, মিনহাজ প্রমুখ। ক্যাম্পেইনে প্রায় ৩ শতাধিক ব্যক্তির ব্লাড গ্রুপ নির্ণয় করা হয়।
এসময় ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, রক্তদান একটি সাহসী কাজ, আর সাহসী কাজ করতে হয় ইয়াং জেনারেশনকে। যে রক্ত দিতে পারে সে নিঃসন্দেহে ভালো কাজ করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ার প্রবীণ বিএনপি নেতা এম এ রহিমের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধরাউজানে প্রস্তাবিত আশ্রয়ণ প্রকল্পের জায়গা পরিদর্শনে জেলা প্রশাসক