আবারও প্রথম প্রাণের চট্টগ্রাম

হাসান মেহেদী | শুক্রবার , ৪ ডিসেম্বর, ২০২০ at ৬:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নানা সময়ে, নানাভাবে ইতিহাসের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। মহামারি করোনার কালে বাঙালির প্রাণের স্পন্দন ‘অমর একুশের বইমেলা’ নিয়ে যেখানে অনিশ্চয়তা। যেখানে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় নেমে এসেছে এক অনিবার্য স্থবিরতা। সেই আকালের দিনেও দেশের প্রথম ‘অনলাইন বাংলা বইমেলা’ আয়োজন করে চট্টগ্রামের নামের সাথে যুক্ত হয়েছে অর্জনের আরেক সুবর্ণ তিলক। চট্টগ্রাম একাডেমির ব্যবস্থাপনায় এই ‘অনলাইন বাংলা বইমেলা’ চট্টগ্রামের অর্জনের আকাশে যে নতুন তারকার সংযোজন, তা আর বলার অপেক্ষা রাখে না। মাসব্যাপী এ আয়োজনে বাংলাদেশে জন্মগ্রহণ করা দেশে ও দেশের বাইরে অবস্থানকারী একশো ষাটজন লেখক অংশ নিচ্ছেন। সবচেয়ে সাড়াজাগানো ও সাহিত্য-সমঝদারদের জন্যে খুশির সংবাদ হলো এই অনলাইন বাংলা বইমেলায় যেমন যুক্ত হয়েছেন বরেণ্য লেখক, তেমনি আছেন তরুণ নবীন লেখকও। আর এই বইমেলার অনন্য চমক হলো প্রত্যেক লেখক সর্বোচ্চ পাঁচ পদের বই প্রদর্শন করছেন। এতে করে পাঠকেরও পোয়াবারো। কারণ এতে লেখকের শ্রেষ্ঠ বইগুলো তারা সংগ্রহ করার সুযোগ পাবেন। এই অনলাইনের বইমেলায় বইয়ের প্রচ্ছদ, বইয়ের সংক্ষিপ্ত তথ্য যেমন বইয়ের নাম, লেখকের নাম, প্রকাশক, বইয়ের ধরন, প্রকাশকাল, মূল্য, লেখকের ছবিসহ পরিচিতি বইমেলার ওয়েবসাইটে প্রকাশ করায় পাঠকের বই নির্বাচন করতেও সুবিধে হবে। প্রাণের চট্টগ্রামের এই অনন্য আয়োজন সফল হোক, সার্থক হোক। জয়তু চট্টগ্রাম, জয়তু ‘অনলাইন বাংলা বইমেলা’।

পূর্ববর্তী নিবন্ধলোভাতুর
পরবর্তী নিবন্ধপদ মর্যাদা