হুঁশের শায়ের হুঁশে নাই আর
বেহুঁশ পড়ে আছে,
কাঠ-বিড়ালি ডাব খেয়েছে
একটাও নাই গাছে।
সকাল-বিকাল চোখে রাখে
কয়’খানা ডাব আছে,
ভুলকরে কেউ চায়না দেখে
তার ঐ নারকেল গাছে।
বউখানি তার চন্দ্রমুখী
সহজ-সরল প্রাণ,
ঠোঁট খানা লাল করে সেই
চিবোয় মিষ্টি পান।
পান থেকে চুন খসে পড়লে
রক্ষে নেই আর তার
হুঁশের শায়ের শুনলে পরে
দিবে একটা মার।
মনের দুঃখে গুন-গুনিয়ে
গেয়ে ওঠে গান
এই সংসারে আছে নাখি
তাহার কোন মান!।
বউ নিয়ে তার উথাল পাতাল
অন্তহীন ঝামেলা,
মনখানি তার টানে শুধু
সুন্দরী কামেলা।
মনখানি তার পড়ে থাকে
ঘরের চেয়ে বাহিরে,
লোভ-লালসায় পড়ে আছে
শান্তি নাই আর নাহিরে।