আমরা চট্টগ্রাম জেলার অধীনে। বাকলিয়া এবং চকবাজার থানার অন্তর্গত শান্তি নগর বগার বিল পশ্চিম বাকলিয়া। আমাদের উক্ত এলাকায় একটি কবরস্থানের জন্য বহুবার আবেদন নিবেদন দেন দরবার করার পরও এখনো কোন কবরস্থানের ব্যবস্থা করা হয় নাই। অথচ এলাকাটি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত এবং এক সময় এলাকাটি ইউনিয়ন পরিষদ ছিল এরপর পৌরসভা, পৌরসভা থেকে পৌর কর্পোরেশন পৌর কর্পোরেশন থেকে সিটি কর্পোরেশন হওয়ার পরও এই এলাকায় কবরস্থানের ব্যবস্থা হয় নাই। তাছাড়াও কত মন্ত্রী, মেয়র, কাউন্সিলর এলাকার জনগণকে আশ্বাসের উপর আশ্বাস দিয়ে যাচ্ছে, যখন তারা নির্বাচিত হয়ে যান এরপর তাদের সেই ওয়াদার কথা মনে থাকে না এবং এলাকায় কবরস্থানের ব্যবস্থা না থাকায় সাধারণ জনগণকে লাশ দাফন করার জন্য হিমশিম খেতে হচ্ছে। এলাকায় লোক সংখ্যার পাশাপাশি বাড়ি ঘর দোকান-পাট ইত্যাদি বৃদ্ধি পাচ্ছে এবং দিন দিন দরিদ্র মানুষের লাশ দাফনের সমস্যাও বাড়ছে। তাছাড়াও ব্যক্তিগত পারিবারিক যে কবরস্থান রয়েছে তাতে সাধারণ জনগণকে লাশ দাফন করতে দেওয়া হয় না। তাই সরকারি উদ্যোগে শান্তি নগর এলাকায় একটি কবরস্থানের ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি।
মোহাম্মদ ইউসুফ, শান্তি নগর পশ্চিম বাকলিয়া।