আজ থেকে শুরু হচ্ছে রেলওয়ে সেবা ও নিরাপত্তা সপ্তাহ। সপ্তাহব্যাপী এই কর্মসূচি আজ সকালে চট্টগ্রাম রেলস্টেশন চত্বরে উদ্বোধন করবেন রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এফ এম মহিউদ্দিন। এই ব্যাপারে রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ কমার্শিয়াল ম্যানেজার নাজমুল আহসান আজাদীকে জানান, রেল সেবা প্রদানকারী স্টাফদের নিরাপত্তা এবং যাত্রীদের সেবার মান বাড়ানোর লক্ষ্যে এবারের রেল সেবা সপ্তাহ শুরু হচ্ছে। রেলওয়েতে যাত্রীদের সেবা প্রদানকারী স্টাফরা নিরাপদে থেকে কিভাবে যাত্রীদের সেবা দেয়া যায় এবং যাত্রীরা যাতে নির্বিঘ্নে সেবা পায় সে ব্যাপারে সচেতন করা হবে এবং পরামর্শমূলক কর্মসূচি পালন করা হবে। এ লক্ষ্যে লিফলেট বিতরণসহ ট্রলি যোগে স্টেশনে স্টেশনে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে বিভিন্ন টাস্কফোর্স গঠন করা হয়েছে।
এ ব্যাপারে চট্টগ্রাম স্টেশনের ম্যানেজার রতন কুমার চৌধুরী আজাদীকে জানান, শুক্রবার সকালে চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নিরাপত্তা সপ্তাহের উদ্বোধন করবেন। উদ্বোধনের পর যাত্রীদের ফুল এবং চকলেট দিয়ে বরণ করে নেয়া হবে এবং সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে।