হাটহাজারীর ৩নং মির্জাপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আজ বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) রাত নয়টার দিকে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মুরাদ নাজির নতুন বাড়িতে এ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক চার লক্ষাধিক টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
রান্নাঘরের চুুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ জাকির হোসেন জানান, আজ বৃহস্পতিবার রাত আনুমানিক নয়টার দিকে উক্ত বাড়িতে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে।
এতে উক্ত বাড়ির আবুল কালামের পুত্র তাছিমুল ইসলামের বসতঘর সহ ঘরে রক্ষিত যাবতীয় মালামাল পুড়ে যায়। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক চার লক্ষ টাকা হবে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে চারদিক থেকে লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।