সামাজিক সংগঠন প্রয়াসের উদ্যোগে ১২তম বর্ষপূর্তি এবং প্রয়াস অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান গত শনিবার নগরের জিইসি এলাকাস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। প্রয়াস সভাপতি হাসান মুরাদ চৌধুরী মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য ড. অনুপম সেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী একেএম ফজলুল্লাহ। মুখ্য আলোচক ছিলেন শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রাশেদা সামাদ। অনুষ্ঠান উদ্বোধন করেন দি সিনিয়র সিটিজেন সোসাইটির জয়েন্ট সেক্রেটারি এএম কামাল উদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ১২তম বর্ষপূর্তির আয়োজক কমিটির চেয়ারম্যান হুমায়ূন কবির। প্রয়াস অ্যাওয়ার্ডের নির্বাচিত অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম রিজিয়নের পুলিশ সুপার আপেল মাহমুদ, নারী উদ্যোক্তা জান্নাতুল ফেরদৌস, কন্ঠশিল্পী সাইফুদ্দীন মাহমুদ খান, জাহেদা আক্তার মিতা ও ফাতেমা বেগম। মরণোত্তর সম্মাননা প্রদান করা হয় প্রযুক্তির শিক্ষক নাজমুল কবির খোকন এবং বর্ষপূর্তি অনুষ্ঠান উৎসর্গ করা হয় প্রয়াসের কেবিনেট সদস্য মঈন উদ্দিন হাসান চৌধুরীকে। অনুষ্ঠানে সচিব প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম জনি। সার্বিক সহযোগিতায় ছিলেন আয়োজক কমিটির সদস্য সচিব ও প্রয়াস পরিচালক আবদুল মোরশেদ চৌধুরী, মহসীন উল কাদের, হেফাজ উদ্দিন আহমেদ এবং প্রয়াস পরিবার। উপস্থাপনায় ছিলেন কিবরিয়া হোসাইন বাপপী ও ফারহিন মাহমুদ খান। এতে প্রধান অতিথি ড. অনুপম সেন বলেন, প্রয়াস বাংলাদেশের একমাত্র সংগঠন যারা প্রত্যেক মাসে সেবার কর্মসূচি নিয়ে সমাজের অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। প্রেস বিজ্ঞপ্তি।